
গোমস্তাপুরের পার্বতীপুরে ব্রিধান ৭৫ নমুনা কর্তনের মাধ্যমে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মাঠে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। পরে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনে একই স্থানে মাঠ দিবস ও কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট বিভিন্ন জাতের ধান গবেষণা করে আসছে। তাঁদের উদ্ভাবিত ব্রি ধান ৭৫ উচ্চ ফলনশীল জাতের ধান। স্বল্প সময়ে মধ্যে এই ধানটি উৎপাদন করতে পারছে। কৃষকরা ধান কেটে অন্যান্য ফসল করতে পারবে। আজ কৃষির বিপ্লব ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমি পতিত না থাকে সেজন্য কৃষিতে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছে। কৃষক ও কৃষির উন্নয়ন ঘটেছে। জমিতে উৎপাদন বেড়েছে। আওয়ামীলীগ সরকার বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। তিনি আরোও বলেন দেশ আজ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। কৃষকরা এখন স্মার্ট কৃষকে পরিণত হয়েছে। কৃষক সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ফসল উৎপাদনের কলাকৌশল ও সমস্যা সমাধান পেয়ে যাচ্ছে।