সোমবার:: ১৫:০৫:২০১৭
“জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ ও চৌডালা ইউনিয়ন পরিষদে সামাজিক অস্থিতিশীলতা নির্মূলে রচনা প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলামের আহ্বানে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক নুরুজ্জামানসহ অন্যান্যরা। এছাড়াও চৌডলা ইউনিয়ন পরিষদে ডা: আতিকুল ইসলামের সভাপতিত্বে “সন্ত্রাবাদ ও মাদক বিরোধী বির্তক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র ইউনিয়নগুলোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক নির্মূলে করণীয় শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।