বুধবার :: ২২.০১.২০২০।
গোমস্তাপুরে ৩ হাজার ২৪৫পিস ইয়াবাসহ আরাফাত নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। আজ বিকেল পৌনে ৫টার দিকে বেলাল বাজার এলাকায় অভিযানটি চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি এস.এম জামিল আহমেদ অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে গোপন খবরের ভিত্তিতে গোমস্তাপুরে বেলাল বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয় মাদক ব্যবসায়ী আরাফাত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।