গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গণা হাসিনা বেগমের দাফন সম্পন্ন

শুক্রবার ঃঃ ০৪.০৮.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী বীরঙ্গণা হাসিনা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি অইন্নইলাহি রাজেউন)। গতকাল রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। আজ সকাল ১১ টায় তার নামাজের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, গোমস্তাপুর থানার ওসি তদন্ত এসএম জাকারিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক মোস্তফা কামাল, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান আকবর আলীসহ স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য গত বছর বীরঙ্গণাদের সরকার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। হাসিনা বেগম তাদের অন্যতম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …