সোমবার :: ০৬.০১.২০২০।
গোমস্তাপুর উপজেলায় মৎস্য অফিসের উদ্দোগে মৎস্যজীবিদের মাঝে জাল,দড়ি বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের ১৬ জন মৎসজীবি সমিতির প্রতিনিধির হাতে জাল ও দড়ি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও উপজেলা মৎস কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ মৎস্যচাষীরা ।