গোমস্তাপুরে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ।

বৃহস্পতিবার ঃঃ ০২.০২.২০১৭

 

গোমস্তাপুরে যাচাই-বাছাইয়ের শেষে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইউএনও কেএম আলমগীর কবীর জানান, গত ২১ জানুয়ারী শুরু হওয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে সম্পন্ন করে গত ৩০ জানুয়ারী খসড়া তালিকা প্রকাশ করা হয়। নতুনভাবে উপজেলায় মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য ১’শ ৯৫ জন অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭ জনের আবেদন গৃহীত হয়। এছাড়া পূর্বের গেজেটভূক্ত ভাতাভোগী ৩৫ জনের মধ্যে ১৭ জন যাচাই-বাছাইয়ে বাদ পড়ে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক মোস্তফা কামাল জানান, উপজেলায় মোট ৩’শ ৯০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১১ জন বীরাঙ্গনা, ১৩ জন শহীদ মুক্তিযোদ্ধা, ১০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …