
গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে গর্ভবতী মায়েদের নিয়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিকে চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ২০ জন প্রসূতি মা এতে অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সানাউল্লাহ, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটার হাবিবা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা সহযোগিতায় গোমস্তাপুর উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এই ধরণের কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।