
গোমস্তাপুরে ঐতিহ্যবাহী রহনপুর মাছ বাজারে ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে রহনপুর বড়বাজারে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌকলী আব্দুল মালেক, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা,সাবেক সভাপতি আফতাব উদ্দিন লালান, ফারুক হোসেন,প্যানেল মেয়র জাহানারা পারভীন,কাউন্সিলরাসহ স্থানীয়রা। উল্লেখ্য, লোকাল গভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অর্থায়নে ৯ লাখ ৮৫ হাজার ২৯ টাকা ব্যয়ে রহনপুর পৌর এলাকার বড়বাজার অবস্থিত মাছ ও মুরগী বাজারের ছাউনি নির্মাণ করা হবে।