গোমস্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সোমবার :: ২৬.০৩.২০১৮

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান, ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন ও দলীয় নানা কর্মসূচীতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সাংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, সহকারী কমিশনার ভূমি মিন্টু বিশ্বাস, ওসি শেখ শাহীন কামাল, ওসি তদন্ত এস এম জাকারিয়া, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …