গোমস্তাপুরে ব্যাংক এশিয়ার ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টার দিকে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল। এ সময় উপস্থিত ছিলেনÑ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের জেলা ব্যবস্থাপক জিএম আতিকুর রহমান, ব্যাংকের কর্মকর্তা হজরত আলী ও রওসান জামিল, বোয়ালিয়া ইউনিয়নের ব্যাংক এশিয়া ইউডিসি আউটলেটেরন এজেন্ট অলিউল ইসলাম ডালিম, ব্যাংকটির ডিপিও এজেন্টসহ বিভিন্ন ইউনিয়নের এজেন্ট ও মাইক্রো মার্চেন্ট এজেন্টরা ।
ক্যাম্পেইনের মাধ্যমে ওই এলাকার জনগণকে ব্যাংক এশিয়া সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা প্রদান করা হয়। এছাড়া ব্যাংকের ঋণ কার্যক্রম, ডিপিএস অ্যাকাউন্ট ওপেন, সাধারণ ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদেরকে ধারণা দেয়া হয়। ক্যাম্পেইনে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের জেলা ব্যবস্থাপক জিএম আতিকুর রহমান বলেন আপনারা আমাদের এজেন্ট পয়েন্টে আসুন, সঞ্চয় করুন, আপনাদের টাকা ব্যাংক এশিয়ায় শতভাগ নিরাপদ। ব্যাংক এশিয়া ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top