মঙ্গলবার ২৮.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে উত্তম কৃষি প্রযুক্তির মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং ফ্রেস আম ও আমজাত পণ্যের রপ্তানির সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন আজ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু মিয়ার সভাপতিত্বে, অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সহকারী নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুর রহমান খান, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুল ইসলামসহ অন্যরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন। প্রশিক্ষণ কর্মশালায় ৯০ জন আম চাষী ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।