মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮
গোমস্তাপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মিন্টু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বেসরকারী উন্নয়ন সংস্হা ডাসকোর প্রতিনিধি সেলিম উদ্দীনসহ অন্যান্যরা।