
গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহ লাইনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফারিকুল আওয়াল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক জেসমিন জুঁই, গোমস্তাপুর শাখার প্রোগ্রাম অর্গানাইজার শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকরা। উল্লেখ্য ওই বিশুদ্ধ পানি সরবরাহ লাইনের জন্য ব্রাক ৫০ হাজার টাকা ও বিদ্যালয় ২৫ হাজার টাকা ব্যয় করেন।