গোমস্তাপুরে বিল কুজাইন পরিদর্শন করেছেন গোলাম মোস্তফা বিশ্বাস

শুক্রবার::২৮::০৪::২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ঢলের পানিতে ডুবে যাওয়া রাধানগর ইউনিয়নের বিল কুজাইন পরিদর্শন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। আজ বিকেলে তিনি ওই বিল এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে বিল কুজাইন ঘাট এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেনসহ অন্যান্যরা। সমাবেশে কৃষকরা জলমগ্ন বিলের ধান কেটে নিয়ে আসার জন্য পূণর্ভবা নদীর উপর সেতু নির্মাণ, বিলে সুইস গেট নির্মাণ, বিলের মধ্য দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদী ও খাল খননের দাবী জানান। এসময় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সমাবেশে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীর নির্দেশ দেন। উল্লেখ্য, গত সোমবার বিকেলে ভারতের উত্তর দিনাজপুর থেকে নেমে আসা ঢলের পানিতে সীমান্ত নদী পূণর্ভবা উপচে ওই বিলে পানি প্রবেশ করলে ৬শ ৩৫ হেক্টর জমির বোরো ধান পানিবন্দী হয়ে পড়ে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …