মঙ্গলবার :: ২০.০৩.২০১৮
গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠান আজ বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, সহকারী কমিশনার ভূমি মিন্টু বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানসহ অন্যান্যরা। সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২টি কলেজকে পুরস্কৃত করা হয়।