মঙ্গলবার :: ১২.১২.২০১৭
গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষজনের মাঝে আজ সকালে শীতবস্ত্র বিতরণ করেছে নওগাঁর ১৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন বিজিবি। গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত ফাঁড়িতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হোসেন। এসময় অন্যান্য বিজিরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী রোকনপুর, নগড়পাড়া, চেড়াডাঙ্গাস বিভিন্ন গ্রামের প্রায় ৬০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়।