গোমস্তাপুরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রহনপুর ক্রীড়া সংস্থা।

বুধবার::২২.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুনর্মামেন্টে আজকের ১ম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে রহনপুর ক্রীড়া সংস্থা। তারা ৩ উইকেটে রহনপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রথমে ব্যাট করতে নেমে রহনপুর ক্রিকেট ক্লাব ১৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভ্র ৩৩, কানন ৩০ রান করে। ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রহনপুর ক্রীড়া সংস্থা ১৯ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়লাভ করতে সক্ষম হয়। দলের পক্ষে তুহিন অপরাজিত ৯০, সবুজ ১৩ রান করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ তুহিন। আগামীকাল ২য় সেমিফাইনালে অংশগ্রহণ করবে চাঁপাইনবাবগঞ্জে সুবজ সংঘ বনাম পাইওনিয়র ক্রিকেট দল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …