গোমস্তাপুরে ফোয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর ফোয়ারাম ঘাটে মহানন্দা নদীতে ৪২৮.৬০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। পরে একই স্থানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সাদেরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ্, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, ঠিকাদার আব্দুল মান্নানসহ অন্যরা। ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রামানিক, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামসহ অন্যরা। এই সেতুটি নির্মাণের জন্য বাঙ্গাবাড়ী ইউনিয়ন ও ভোলাহাটের দলদলী ইউনিয়নে বাসিন্দারাসহ দুই উপজেলার জনগণ দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা এই ফোয়ারামের ঘাট দিয়ে নৌকাতে করে পার হয়ে গন্তব্য যেত। এছাড়া এ সেতুটি নির্মিত হলে রহনপুর থেকে ভোলাহাট দূরত্ব প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার কমে যাবে। এতে উভয় উপজেলা বাসিন্দারা বেশ উচ্ছ্বাসিত ও আনন্দিত। উল্লেখ্য পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৯২১ টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top