
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ১৩ জন সদস্যকে মাছচাষের উপকরণ চুন, রোটেনন, ঝাঁকি জাল, ব্লু নেট, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ, জিআই তার, মাচা জাল এবং রেকর্ড বুক প্রদান করা হয়েছে। সেই সঙ্গে সদস্যদের মাছ চাষবিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) ২০২৩-২৪ অর্থবছরে বৃহস্পতিবার রহনপুর শাখায় গুলশা-পাবদা মিশ্র চাষ, কার্প ফ্যাটেনিং, উচ্চ মূল্যের চিতল-কার্প, পোনা চাষে উদ্যোক্তা তৈরির লক্ষে মাছচাষের মজুত পূর্ব ব্যবস্থাপনা হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও ফোকালপার্সন ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেন, সহকারী মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম ও ইমদাদুল হক।