
গোমস্তাপুরে পানিতে ডুবে খুবাইব আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু খুবাইব ওই গ্রামের বাসিন্দা দুরুল হোদার ছেলে। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর আনুমানিক বারোটার পর শিশু খুবাইব পরিবারের অগোচরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। প্রতিবেশী এক নারী তাঁদের বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পায়ের সঙ্গে ধাক্কা লাগে শিশুটির। ওই সময় শিশু খুবাইব আলীর মরদেহ উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ওসি, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। কোন অভিযোগ না থাকায় পরিবারেন কাছে মরদেহ তুলে দেওয়া হয়েছে।