মঙ্গলবার::০৬.১২.২০১৬
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের খানপাড়ায় আম চাষী জাকির হোসেন খানের নতুন জাতের সেই আম গাছটি পরিদর্শন করেছেন কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। আজ দুপুরে ওই এলাকা পরিদর্শন করেন বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ মেহেদী মাসুদ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান, উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জহুরুল ইসলাম ও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রাকীবউদ্দিন। পরিদর্শনকালে কৃষি কর্মকর্তাবৃন্দকে জানানো হয়, গাছটি থেকে এ পর্যন্ত ৩ বার আম সংগ্রহ করা হয়েছে। বর্তমানে গাছে মুকুল ও গুটি রয়েছে। কৃষিবিদবৃন্দ আমটির প্রস্তাবিত নাম রেখেছেন “রাধা সুন্দরী”। আমটি আঁশবিহীন , প্রায় শতকরা ৮০ ভাগ ভক্ষণযোগ্য এবং মিষ্টতা প্রায় ২৪ থেকে ২৫ ভাগ বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে বলে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। উল্লেখ্য, সম্প্রতি এ নতুন জাতের আমের সন্ধান পাওয়ার সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ এ পরিদর্শনে আসেন বলে জানা গেছে ।