
গোমস্তাপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায়ের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে তথ্য আপার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাকদিরা খাতুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, প্রধান শিক্ষক হামিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
তথ্যসেবা কর্মকর্তা তাকদিরা খাতুন বলেন, তথ্যকেন্দ্রে মহিলাদের বিনামূল্যে প্রেশার ও ডায়াবেটিস পরিমাপসহ অনলাইনে চাকরির আবেদন,সকল উপকারভোগীদের বিভিন্ন প্রকার আবেদন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের চাকরির আবেদন তথ্যসেবার মাধ্যমে বিনামূল্যে করা হয়। উপজেলায় এ পর্যন্ত ২৫ হাজার উপকারভোগী সেবা গ্রহণ করেছেন বলে তিনি জানান। ইউএনও আসমা খাতুন বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গোমস্তাপুর উপজেলা তথ্যসেবা কেন্দ্র সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যায়। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস ও দারিদ্র্য নির্মূল করা। মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবারের সুস্থতা জন্য মূখ্য ভূমিকা অবদান রাখতে পারেন নারীরা। তাদের সচেতনতা পরিবারের সদস্যরা সুস্বাস্থের অধিকারী হবে তাই মা-বোনদেরে তাদের অধিকারের বিষয় আরও সচেতন হওয়ার পরামর্শ ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। উঠান বৈঠক শেষে সেবাগ্রহণকারীরে ভাতা দেওয়া হয়।