সোমবার :: ১২.০৩.২০১৮
গোমস্তাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপণী দিনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের। বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজের হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, এ্যাড. মাইনুল ইসলাম ও এনামুল হক, ডা. আনসারুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আসাদুল্লাহ আহমদ। কর্মশালায় উপস্থিত সরকারী কর্মকর্তা, শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে বিভিন্ন মতামত তুলে ধরেন।