রবিবার :: ০৪.০৩.২০১৮
গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই আবদুর রশিদ । আজ সকাল ৮টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিয়াবাজার শুক্রবাড়ী গ্রামের মৃত উমেদ আলী ছেলে। এঘটনায় ঘাতক ছোটভাই দুরুল হোদাকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার ওসি তদন্ত এসএম জাকারিয়া জানান, সকালে বাড়িতে বসতভিটা নিয়ে দু’ভাই আবদুর রশিদ ও তার ছোটভাই দুরুল হোদা বাকবিত-ায় লিপ্ত হয়। বাকবিত-ার একপর্যায়ে দুরুল হোদা উত্তেজিত হয়ে বড় ভাই আবদুর রশিদকে দা দিয়ে এলোপাতারিভাবে কোপাতে থাকেন। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুরুল হোদাকে আটক করে । এব্যাপারে নিহত আবদুর রশিদের স্ত্রী জুলেখা বেগম গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …