বৃহস্পতিবার :: ১৫.০২.২০১৮
গোমস্তাপুরে একটি চোরাইমোটর সাইকেলসহ মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুর ও রাতে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোমস্তাপুর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো,শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে এনামুল হক ও একই গ্রামের লায়েসুদ্দিনের ছেলে বাবু ওরফে বাবুল। গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া জানান, গত ৭ ফেব্রুয়ারী গোমস্তাপুর উপজেলার চকপুস্তমে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে আটক র্যাবের কথিত সোর্স কারিমুল ইসলাম কারেন্ট ও তার সহযোগী জাহাঙ্গীরকে গত ১৩ ফেব্রুয়ারী ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আরও তাদের সহযোগীর মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত বুধবার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রাম থেকে এনামুল ও বাবুলকে একটি চোরাই ফ্রিডম ১০০সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।