
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়ার ১৭ ঘণ্টার সথ্যে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, রবিউল ইসলাম নামে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রহনপুর ফায়ারসার্ভিস কার্যালয় সংলগ্ন ভাড়া বাড়ির সামনে লক করে বাড়ির ভিতরে যান। পরে এসে দেখেন গাড়িটি ওইস্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোমস্তাপুর থানায় তিনি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওসির নির্দেশে রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচর্জ নাজমুল হকের নেতৃত্বে মোটর সাইকেল উদ্ধারে এবং চোরদের ধরতে মাঠে নামে পুলিশ। ১৭ ঘণ্টার মধ্যে চোরদের অবস্থান শনাক্ত করে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয় এবং চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের আনিসুজ্জামান ওরফে চিন্টুর ছেলে মো. সাগর আহমেদ ও শহিদুল ইসলামের ছেলে মো. মোরসালিন এবং কেডিসি পাড়ার জমিরুলের ছেলে মো. জনি।