শুক্রবার ঃঃ ২৩.১২.২০১৬
গোমস্তাপুরে চাকরী মেলা অনুষ্ঠিত হয়েছে। সিএমইএস আলিনগর ইউনিটের উদ্যোগে ও কমনওয়েলথ অফ ল্যার্নিং কোল প্রজেক্টের আওতায় গার্মেন্টস ব্যবসায়ী মালিক ও গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষার্থীদের নিয়ে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। ইউনিটের হিসাব রক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম। এতে বক্তব্য দেন, ফ্যাসিলিটেটর পারভীন আক্তার, এলএসজি তাজুল ইসলাম ও গোলাম রাব্বানী, অর্গানাইজার ট্রেড মাসুদ রানা, ব্যবসায়ী মালিক সাইফুল ইসলাম ও প্রজেক্টের প্রশিক্ষন প্রাপ্ত সুলতানা রাজিয়া। পরে প্রধান অতিথি জব ফেয়ারের স্টলগুলো পরিদর্শন করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …