
গোমস্তাপুরে ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন আন্ত:স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, সন্তেষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। সমাপণী ফুটবল খেলায় চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে সন্তোষপুর বয়েজ একাডেমি ফুটবল দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে গ্রীষ্মকালীন আন্ত:স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।