সোমবার :: ০৯.১২.২০১৯।
গোমস্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ দুপুরে চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় সড়কের উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে ওই ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর চিমঠাপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মাসুদ রানা ও একই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।