গোমস্তাপুরে গাঁজাসহ নারী আটক

বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮

গোমস্তাপুরে ৬০ পুরিয়া গাঁজা সহ সুলেখা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুলেখা জাহিদনগর এলাকার মৃত জিয়াউল হকের স্ত্রী। গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ তদন্ত এসএম জাকারিয়া জানান, গোপন সংবাদ ভিত্তিতে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক হাফিজা খাতুন ও সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামের মৃত জিয়াউল হকের স্ত্রী সুলেখা বেগমের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …