গোমস্তাপুরে গনপিটুনিতে নিহত ১ ও আহত ১

শুক্রবার :: ০৯.০৩.২০১৮

গোমস্তাপুরে গনপিটুনিতে ১ সড়ক ডাকাত নিহত ও অপর ১ জন আহত হয়েছে। গত কাল গভীর রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আবু বাক্কারের ছেলে আবু রায়হান ও আহত অপর জন ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মাইনুদ্দিনের ছেলে সাবদুল। স্থানীয় ও পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বোয়ালিয়া-নরশিয়া সড়কে ডাকাতি করার সময় তাদের আটক করে জনতা গনপিটুনি দেয়। এতে ২ ডাকাত গুরুতর আহত হয়। এদের মধ্যে আবু রায়হান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। এদিকে আহত তার সহযোগী সাবদুল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আবু রায়হানের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাই নবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …