শুক্রবার :: ০৯.০৩.২০১৮
গোমস্তাপুরে গনপিটুনিতে ১ সড়ক ডাকাত নিহত ও অপর ১ জন আহত হয়েছে। গত কাল গভীর রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আবু বাক্কারের ছেলে আবু রায়হান ও আহত অপর জন ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মাইনুদ্দিনের ছেলে সাবদুল। স্থানীয় ও পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বোয়ালিয়া-নরশিয়া সড়কে ডাকাতি করার সময় তাদের আটক করে জনতা গনপিটুনি দেয়। এতে ২ ডাকাত গুরুতর আহত হয়। এদের মধ্যে আবু রায়হান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। এদিকে আহত তার সহযোগী সাবদুল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আবু রায়হানের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাই নবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।