রবিবার :: ১১.০৩.২০১৮
“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে ৬-১২ মার্চ পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ্ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে উপজেলা মিলনায়তনে শিক্ষক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও বাবুল আকতার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল কাশেমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার মোট ২০৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।