গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রবিবার :: ১১.০৩.২০১৮

“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে ৬-১২ মার্চ পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ্ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে উপজেলা মিলনায়তনে শিক্ষক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও বাবুল আকতার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল কাশেমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার মোট ২০৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …