বৃহস্পতিবার ঃঃ ০২.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠি হয়েছে। উপজেলায় এবার ৫টি কেন্দ্রে এসএসসি, ১টি কেন্দ্রে দাখিল ও ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর ও সহকারী ভূমি কমিশনার আসিফ আহমেদ। ১ম দিনে এসএসসিতে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৫৬ জনের মধ্যে , রহনপুর এ বি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৯৪ জনের মধ্যে ও চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যলয় কেন্দ্রে ২শ ২৭ জনের মধ্যে কেউ অনুপস্থিত ছিল না। তবে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৯০ জনের মধ্যে ৩ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ শ ১৩ জনের মধ্যে ১৩ জন , প্রসাদপুর ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে ৫’শ ৭১ জনের মধ্যে ৫ জন ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ কেন্দ্রে ১শ ৯৮ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। উল্লেখ্য এবার উপজেলায় এসএসসিতে ২ হাজার ৩শ ৮০ জন, দাখিলে ৫শ ৭১ জন ও এসএসসি ভোকেশনাল কোর্সে ১শ ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।