গোমস্তাপুরে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত

বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার-প্রতিপাদ্যে গোমস্তাপুরে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ষড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ষড়গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। সভায় সূচনা বক্তব্য দেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ও WINROCk INTERNATIONAL এর সহযোগিতায় এবং USAID Fight Slavery and Trafficking In parsons (FSTIP) Activity project ” এর আওতায় বোয়ালিয়া ইউনিয়নের ষড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দিবসটি পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top