
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শোক দিবসসহ আগস্ট মাসের অন্যান্য দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়ালসহ অন্যরা। প্রস্তুতি সভায় আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা শেষে ভারপ্রাপ্ত ইউএনও বিপাশা হোসাইন দিবসগুলো পালনে সকলের সহযোগিতা কামনা করেন।