শুক্রবার:: ১১.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতের কারণে বৈদুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে রয়েছে উপজেলার অধিকাংশ উপজেলা বাসী। যার কারণে চরম দূর্ভোগে রয়েছে এ এলাকার মানুষ। আমাদের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আল-মামুন বিশ্বাস রাত ৯টার দিকে জানান, দীর্ঘ সময় বিদ্যুত না থাকায় মোবাইল চার্জ ফুরিয়ে অনেক গ্রাহক অসুবিধায় রয়েছেন। এসুযোগে অটো ভ্যানের চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। এবিষয়ে গোমস্তাপুর বিদ্যুত সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতের ফলে গোমস্তাপুর তেত্রিশ কেভি লাইনের ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারনে বিদ্যুৎ সরবরাহ বন্দ আছে এবং সেটির মেরামত কাজ চলছে। তবে কখন নাগাদ বিদুৎ সংযোগ চালু হতে পারে এবিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
এদিকে গোমস্তাপুরে বিদ্যুৎ স্পুষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি বোয়ালিয়া ইউনিয়নের বাবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল মতিন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ বিকেল ৫টার দিকে বাড়ির বৈদ্যুতিক ফ্যানের লাইন মেরামতের সময় আব্দুল মতিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।