রবিবার ঃঃ ১৯.০৩.২০১৭
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশা এলাকার ৫জন নারীর মাঝে ৫’শটি কোয়েল পাখি বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহায়তায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট এর আওতায় গোবরাতলা ইউনিটের ৫ জন বুনিয়াদ নারী সদস্যের মাঝে আজ ১’শ করে কোয়েল বিতরণ করা হয়। ে এসময় প্রত্যেক সদস্যকে একটি করে খাঁচা, কোয়েলের খাবার, জীবাণুনাশক, ভিটামিন-মিনারেল ও নেট প্রদান করা হয়। কোয়েল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক এবং কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট এর ফোকাল পার্সন ফারুক আহম্মেদ, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতাউর রহমান, ইউনিট ব্যবস্থাপক অব্দুল আহাদ ও টেকনিকাল বিভাগের প্রোগ্রাম অফিসার ফিরোজ কবীর। উল্লেখ্য, জেলার সদর ও গোমস্তাপুর উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে মোট ২৫জন বুনিয়াদ সদস্যকে কোয়েল পালনের জন্য যাবতীয় কারিগরি সহায়তা ও অনুদান প্রদান করা হচ্ছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …