গোবরাতলায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধু নিহত

রবিবার :: ০১.০৪.২০১৮

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গুনির মোড়ে আজ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মালা বেগম নামের এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত মালা বেগম উপজেলার আতাহার বুলন্দপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী। গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা জানান, পিতার বাড়িতে বেড়াতে আসা স্ত্রীকে নিয়ে নুরুল ইসলাম মোটর সাইকেলযোগে আতাহার এলাকার একটি রাইস মিল’-এ যাচ্ছিলেন। তাঁরা স্মামী-স্ত্রী ওই মিলে কাজ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মনজুর রহমান জানান গুনির মোড় এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে মালা বেগম মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মালা বেগমকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনজুর রহমান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …