রবিবার ঃঃ ১৩.০৮.২০১৭
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পানিতে ডুবে হিরো ইসলাম নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হিরো ওই গ্রামের পিয়ার”ল ইসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে হিরো পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।