২৬.০১.২০২০, রবিবার।
গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে শরীফুল ইসালাম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় নসিমন চালক উপজেলার মান্ডাইল গ্রামের মৃত নজিবুরের ছেলে লালন শেখও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জান্নাত জাহান জানান, মাছ ভর্তি একটি নসিমন গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী শরীফুল ইসলাম নিহত হন। পরে আহত চালককে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।