শনিবার ২৫.০২.২০১৭
গোদাগাড়ী উপজেলায় ট্রাকের চাপায় রেজাউল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল গোদাগাড়ী উপজেলার সমাসপুর এলাকার লুৎফর রহমানের ছেলে। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, তিনি উপজেলার বাসুদেবপুর বাজার থেকে সাইকেলযোগে টিন নিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইজ গেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার টিন বেধে যায়। এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি।