বৃহস্পতিবার ঃঃ ০২.০২.২০১৭
গৃহকর্মীদের অধিকার নিশ্চিত ও আইনগত সুরক্ষা প্রদানে প্রণীত নীতিমালা বাস্তবায়নে মনিটরিং সেল গঠনে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সকল সিটি করপোরেশন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগামী ছয় মাসের মধ্যে নীতিমালার বিধান অনুসারে এই মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নীতিমালার বিধানগুলো বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন আদালত।