গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে আটক ৮ ভারতীয়র মৃত্যুদন্ড

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে মৃত্যুদন্ড দিয়েছে কাতারের একটি আদালত। বর্তমানে তারা কাতারের রাজধানী দোহার একটি কারাগারে আটক রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল কাতারের একটি আদালত এ রায় দেয়। দন্ডিত ব্যক্তিরা হলেন- অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ। এ রায় প্রকাশের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যুদন্ড দেয়ার নির্দেশে আমরা বিস্মিত। আমরা আদালতের বিস্তারিত নির্দেশের জন্য অপেক্ষা করছি। ৮ জনের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আইনগত বিষয়টি খতিয়ে দেখার জন্য পরামর্শ দাতাদের সাথেও কথা বলা হচ্ছে। কাতার প্রশাসনের একটি সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, কাতার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ওই ৮ কর্মকর্তা। ইসরাইলের হয়ে চরবৃত্তি করা এবং গোপন তথ্য পাচারের অভিযোগে ২০২২ সালের অগস্ট মাসে তাদের গ্রেপ্তার করে করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top