
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২১৫ জন মারা গেছে এবং ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছে। এছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১হাজার ১০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা। বিবিসি বাংলার খবরে বলা হয়, ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আজ অষ্টম দিনে গড়িয়েছে। ২২ লাখ অধিবাসীর গাজা উপত্যকা অবরুদ্ধ করে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।