গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ ১০০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া গাজায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।  দলটি এক বিবৃতিতে বলেছে, তাদের মধ্যে আহত এবং নিহতরাও রয়েছেন। এছাড়া ভাবনগুলোতে হামলার ২৪ ঘণ্টা পরও আরও অনেককে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার পর সেদিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ৬০০ জন ফিলিস্তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top