রবিবার :: ২২.১০.২০১৭
গত দুদিনের টানা বর্ষনে ক্ষতিগ্রস্থ ধান ও সবজি জমি পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা। আজ তিনি সদর উপজেলার গোবরাতলা ও বালিয়াডাংগায় সাম্প্রতিক বর্ষনে ক্ষতিগ্রস্থ ধান ও সবজি জমি পরিদর্শন করেন এবং বর্তমানে ফসলের করণীয় বিষয়ে চাষীদের পরামর্শ প্রদান করেন।