খেলাধুলায় পারে ছাত্রদের যেকোন অপকর্ম থেকে দুরে রাখতে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।

শনিবার ঃঃ ১১.০৩.২০১৭
নবাবগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। আজ দুপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা করলে কোন ছাত্রছাত্রীই বিপথে যাবে না। তাই নিজের স্বার্থে, দেশের স্বার্থে তোমাদের নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে তুমি তোমার দেশকেও পৃথিবীর সকলের কাছে পরিচিত করতে পার। কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম,ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কলেজর উপাধাক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী প্রফেসর দাউদ হোসেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উঠিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য আবদুল ওদুদ। পরে তিনি সহ অতিথিবৃন্দ দ্রুত হাঁটা প্রতিযোগতিায় অংশ গ্রহন করেন। এসময় শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ, দৌড়সহ বেশ কিছু প্রতিযোগতা উপভোগ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ওবাইদুল হক, শিক্ষক ফরহাদ হোসেন, ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান মুকুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬মার্চ থেকে ৩ দিনব্যাপি চলা এ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে অর্ধশতাধিক খেলায় প্রায় ৫০০ জন শিক্ষক, অতিথিবৃন্দ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …