রবিবার :: ৩১.১২.২০১৭
প্রকৃতির নিয়মে সব কিছুর শুরুর সাথেই রয়েছে শেষ হয়ে যাওয়া। তবে কিছু কিছু শেষ নতুনের বার্তা নিয়ে আসে। নতুন বছর ঠিক তেমনি। আমাদের জীবন সংসারের অন্যান্য বিষয়ের মতোই আমাদের মাঝে নতুন বছরের আগমনঘটে স্বপ্ন আর প্রত্যাশায়। শুরুটা স্বপ্ন আর প্রত্যাশার হলেও শেষটা অনেক সময় পাওয়া-না পাওয়ার হতাসায় মোড়ানো থেকে যায়। চলে যাচ্ছে আরো একটি সাল, চলে যাচ্ছে ২০১৭। আমরা চাইলেও যাবে;না চাইলেও যাবে আটকিয়ে রাখা যাবে না কোন হাতের শক্তিতে বা কোন অজুহাতে। পুরাতনের বিদায়েই আগমন ঘটবে নতুন বছর ২০১৮।