রবিবার :: ২৫.০৩.২০১৮
সরকারি জমি কম দামে একটি স্কুলের কাছে বিক্রিতে স্ত্রীর প্রভাব বিস্তাবের অভিযোগ ওঠায় ক্ষমা চেয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ দলের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে জাপানের জনগণের কাছে এ ক্ষমা প্রার্থণা করেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে আবের স্ত্রী একিই’র বিরুদ্ধে সরকারি জমি বিক্রির নথি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, একিই একটি প্রাইমারি স্কুলের মালিককে কম দামে জমি পেতে সাহায্য করেছিলেন।