০৪.০২.২০২০, শনিবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার আজ ৩০তম দিন। এ দিন ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম হে.না. উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তৈরি অস্থায়ী মুজিব মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবশেনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেসুর রহমানসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে একক গান, দলীয় গান ও নৃত্য পরিবেশন করা হয়।